Covid Crisis: মহারাষ্ট্রের একই জেলায় আক্রান্ত ৮ হাজার শিশু-কিশোর

আহমদনগর জেলায় আট হাজারের বেশি শিশু ও কিশোর আক্রান্ত হয়েছে বলে খবর। প্রথমবারের তুলনায় করোনার দ্বিতীয় ঢেউয়ে তুলনায় কম বয়সীদের আক্রান্ত হওয়ার হার বেশি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে ফাইল ছবি

প্রাথমিক ভাবে করোনা ঢেউ সামলে উঠলেও মহারাষ্ট্রের একটি তথ্য বিশেষজ্ঞদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ হাজার থেকে কমে ২০ হাজার নেমেছে বটে। কিন্তু আহমদনগর জেলায় আট হাজারের বেশি শিশু ও কিশোর আক্রান্ত হয়েছে বলে খবর। প্রথমবারের তুলনায় করোনার দ্বিতীয় ঢেউয়ে তুলনায় কম বয়সীদের আক্রান্ত হওয়ার হার বেশি।

বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন, তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বাড়বে আরও কমবয়সীদের ক্ষেত্রে। তাই প্রস্তুতি নেওয়া শুরু করেছে আহমদনগর জেলা প্রশাসন। আহমদনগরের জেলাশাসক রাজেন্দ্র ভোঁসলে জানান, মে মাসে ৮ হাজারের বেশি বাচ্চা করোনা পজিটিভ হয়েছে। এই প্রবণতা যথেষ্ট ভয়ের। জেলায় মে মাসে মোট আক্রান্তের ১০ শতাংশই বাচ্চা। জুলাই বা অগস্টের শুরুতে তৃতীয় ঢেউ আসবে তা ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।

কেমন প্রস্তুতি নেওয়া হচ্ছে ছোটদের ক্ষেত্রে? কীভাবে সাজানো হচ্ছে ছোটদের কোভিড ওয়ার্ড? রাজ্যের সীমানাবর্তী সাঙলি শহরের প্রশাসক অভিজিৎ ভোঁসলে বলেছেন, ‘ছোটদের জন্য আমরা আলাদা করে কোভিড ওয়ার্ড বানাচ্ছি। যদি তৃতীয় ঢেউ আসে আমরা তৈরি। এই ওয়ার্ডে ছোটরা মনে করবে না তারা হাসপাতালে আছে। বরং তাদের মনে হবে তারা কোনও স্কুলে বা নার্সারিতে আছে। একই কথা জানালেন বিধায়ক সংগ্রাম জগতপ। তিনি বলেছেন, দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন এবং শয্যার আকাল পড়েছিল। তৃতীয় ঢেউয়ের আগে তাই সব রকম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in