Covid-19: শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪ লাখের ওপর, সুস্থ ৩.৮৬ লাখ

গতকালই মেডিক্যাল জার্নাল ল্যানসেটের সম্পাদকীয়তে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে প্রধানমন্ত্রীর। আর দেশেও সময় যত গড়াচ্ছে ছবিটা ক্রমশ মারাত্মক হয়ে উঠছে।
দিল্লিতে অটো অ্যাম্বুলেন্স
দিল্লিতে অটো অ্যাম্বুলেন্সছবি প্রশান্ত কুমারের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

গতকালই মেডিক্যাল জার্নাল ল্যানসেটের সম্পাদকীয়তে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে প্রধানমন্ত্রীর। আর দেশেও সময় যত গড়াচ্ছে ছবিটা ক্রমশ মারাত্মক হয়ে উঠছে। শেষ ২৪ ঘন্টায় দেশে চার হাজারের বেশি মানুষের মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। দৈনিক সংক্রমণ গতকালের পর আজ আবার কিছুটা বাড়লো। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের প্রায় সমস্ত বড় রাজ‍্যগুলিতে পূর্ণ বা আংশিক লকডাউন জারি করেছে সংশ্লিষ্ট রাজ‍্য সরকারগুলি।

রবিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন, গতকাল এই সংখ্যাটা ছিল ৪.১ লক্ষ। আজকের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ২২ লক্ষ ৯৬ হাজার ৪১৪। ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৪ হাজার ৯২ জন, গতকাল এই সংখ্যাটা ছিল ৪ হাজার ১৮৭। এখনও পর্যন্ত দেশে কোভিডে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩৬২ জনের। ল্যানসেটের মতে আগামী ১ আগস্টের মধ্যে এই সংখ্যা পৌঁছাতে পারে ১০ লক্ষে। ২৪ ঘন্টায় সক্রিয় কেস ১৩ হাজার বেড়ে দেশে মোট সক্রিয় কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লক্ষ ৩৬ হাজার ৬৪৬। একদিনে সুস্থ হয়েছেন ৩.৮৬ লক্ষ রোগী। মোট সুস্থ ১ কোটি ৮৩ লক্ষ ১৭ হাজার ৪০৪।

দৈনিক সংক্রমণের হিসেবে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। শেষ কয়েকদিনে দৈনিক সংক্রমণ সেভাবে না বাড়লেও মৃত্যুর সংখ্যা লাগামহীন। ২৪ ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৫৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৮৬৪ জনের। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ ৫৩ হাজার ৩৩৬, এর মধ্যে সক্রিয় কেস ৬.৩০ লক্ষ। গোটা দেশের মধ্যে সবথেকে বেশি সক্রিয় কেস এখানেই। করোনার কারণে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৭৫ হাজার ২৭৭ জনের।

মহারাষ্ট্রের পরেই সবথেকে খারাপ অবস্থা কর্ণাটকের। দৈনিক সংক্রমণ যে হারে বাড়ছে এখানে আর কিছু দিনের মধ্যেই মহারাষ্ট্রকে ছাড়িয়ে যাবে কর্ণাটক। ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৫৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৮২ জনের। এখানে সক্রিয় রোগীর সংখ্যা ৫.৪৮ লক্ষ। ১০মে থেকে ২৪ মে পর্যন্ত রাজ‍্যে লকডাউন জারি করেছে ইয়েদুরাপ্পার সরকার।

এরপরই রয়েছে কেরল। শেষ ২৪ ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯৭১ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ জনের। সেখানে সক্রিয় কেসের সংখ্যা ৪.১৭ লক্ষ। রাজ‍্যে শনিবার থেকে ১৬ মে পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে।

তামিলনাড়ুতেও দৈনিক সংক্রমণ বাড়ছে হু-হু করে। শেষ ২৪ ঘন্টায় সেখানে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন, ২৭,৩৯৭ জন। মৃত্যু হয়েছে ২৪১ জনের। ১০ মে থেকে ১৫ দিনের লকডাউন জারি করেছে তামিলনাড়ু সরকার।

উত্তরপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছেন ২৬,৬৩৬ জন ও মৃত্যু হয়েছে ২৯৭ জনের।

এই পাঁচটি রাজ‍্য ছাড়াও দিল্লি, পশ্চিমবঙ্গ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা - এই পাঁচটি রাজ্যের পরিস্থিতিও অত‍্যন্ত উদ্বেগজনক। এই পাঁচটি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৭,৩৬৪, ১৯,৪৩৬, ১৭,৯৮৭, ২০,০৬৫, ১৪,৬৬৭।

২৪ ঘন্টায় দিল্লি, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, ঝাড়খন্ড ও উত্তরাখণ্ডে কোভিডে প্রাণ হারিয়েছেন যথাক্রমে ৩৩২, ২২৩, ১৫৫, ১৭১, ১৬০, ১৪১ ও ১১৮ জন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in