Covid-19: রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় বাড়লো মৃত্যু, কমলো সুস্থতা

দৈনিক সংক্রমণ একই জায়গায় থাকলেও দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়লো রাজ‍্যে। সাড়ে ১৭ হাজার ছাড়িয়ে গেছে মোট মৃত্যুর সংখ্যা। দৈনিক সুস্থতার সংখ্যা কমতে কমতে ২ হাজারের নীচে এসে দাঁড়িয়েছে।
Covid-19: রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় বাড়লো মৃত্যু, কমলো সুস্থতা
ছবি প্রতীকী সংগৃহীত

দৈনিক সংক্রমণ একই জায়গায় থাকলেও দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়লো রাজ‍্যে। সাড়ে ১৭ হাজার ছাড়িয়ে গেছে মোট মৃত্যুর সংখ্যা। দৈনিক সুস্থতার সংখ্যা কমতে কমতে ২ হাজারের নীচে এসে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার রাজ‍্যের স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ‍্যে নতুন করে সংক্রমিত হয়েছেন আরো ১ হাজার ৯২৩ জন। গতকাল সংক্রমিত হয়েছিলেন ১ হাজার ৯২৫ জন। এই নিয়ে রাজ‍্যে মোট আক্রান্ত ১৪ লক্ষ ৮৯ হাজার ২৮৬।

দৈনিক সংক্রমণের বিচারে জেলাগুলোর মধ‍্যে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ২১৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছে হুগলি, ২৪ ঘন্টায় সেখানে ১৮৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এছাড়াও শেষ ২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় নতুন আক্রান্তের সংখ্যা - কলকাতা (১৫৫), পূর্ব মেদিনীপুর (১৪৮), পশ্চিম মেদিনীপুর (১৫১), হাওড়া (১১৫), দার্জিলিং (১৫৪)।

এই মুহূর্তে রাজ‍্যে অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ২২ হাজার ৩০৮, যা বুধবারের থেকে ৭০ কম। এখনও পর্যন্ত মোট ১৪ লক্ষ ৪৯ হাজার ৪৬২ জন সংক্রমিত ব‍্যক্তিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯৫২ জনকে ছুটি দেওয়া হয়েছে। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ১৭ জন।

বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ‍্যে ৪১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, গতকাল এই সংখ্যাটা ছিল ৩৮। এই নিয়ে রাজ‍্যে করোনা ভাইরাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ৫১৬। এর মধ্যে কলকাতাতেই মৃত‍্যু হয়েছে মোট ৪,৮৭৪(+৮) জন করোনা আক্রান্তের। উত্তর ২৪ পরগণাতে এখনও পর্যন্ত ৪,৪২৭(+৯) জন কোভিডে প্রাণ হারিয়েছেন।

পশ্চিমবঙ্গে টেস্টের সংখ‍্যা যথেষ্ট কম। এখনও পর্যন্ত মোট ১,৩৮,৯৫,১২৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ‍্যে। এর মধ্যে শেষ ২৪ ঘন্টায় ৫৫,৬৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল এই সংখ্যাটা ছিল ৫৫,৫৮৯টি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in