Covid-19: রাজ্যে দৈনিক সংক্রমণ কমে ৯ হাজারের নীচে, বাড়লো টেস্টের সংখ্যা

শেষ ২৪ ঘন্টায় রাজ‍্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার। নমুনা পরীক্ষা হয়েছে ৭৫ হাজারের বেশি। তবে দৈনিক মৃত্যুর সংখ‍্যা এখনও বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
Covid-19: রাজ্যে দৈনিক সংক্রমণ কমে ৯ হাজারের নীচে, বাড়লো টেস্টের সংখ্যা
ছবি প্রতীকী সংগৃহীত

আরো কমলো রাজ‍্যে দৈনিক সংক্রমণ। এই নিয়ে টানা বারো দিন দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। শেষ ২৪ ঘন্টায় রাজ‍্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার। নমুনা পরীক্ষা হয়েছে ৭৫ হাজারের বেশি। তবে দৈনিক মৃত্যুর সংখ‍্যা এখনও বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সংখ‍্যা কমেছে গতকালের তুলনায়।

বুধবার রাজ‍্যের স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ‍্যে নতুন করে সংক্রমিত হয়েছেন আরো ৮ হাজার ৯২৩ জন। গতকাল সংক্রমিত হয়েছিলেন ৯ হাজার ৪২৪ জন। এই নিয়ে রাজ‍্যে মোট আক্রান্ত ১৩ লক্ষ ৯৪ হাজার ৭২৪।

দৈনিক সংক্রমণের বিচারে জেলাগুলোর মধ‍্যে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১,৮০৬ জন। কলকাতায় ২৪ ঘন্টায় ১,০৪০ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তৃতীয় স্থানে রয়েছে হাওড়া, সেখানে একদিনে সংক্রমিতের সংখ্যা ৬৭০। এছাড়াও শেষ ২৪ ঘন্টায় বিভিন্ন রাজ‍্যে নতুন আক্রান্তের সংখ্যা - হুগলি (৫৫১), দক্ষিণ ২৪ পরগণা (৬০৬), নদীয়া (৫৬৮), পূর্ব মেদিনীপুর (৫০৩), পশ্চিম মেদিনীপুর (৩১১), দার্জিলিং (৪৮০), জলপাইগুড়ি (৪৪৭)।

এই মুহূর্তে রাজ‍্যে অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ৭০ হাজার ১৫, যা মঙ্গলবারের থেকে ৮ হাজার ৫৯৮ কম। এখনও পর্যন্ত মোট ১৩ লক্ষ ৮ হাজার ৮৯৬ জন সংক্রমিত ব‍্যক্তিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ৩৮৬ জনকে ছুটি দেওয়া হয়েছে। গতকাল সুস্থ হয়েছিলেন ১৭ হাজার ৭২২ জন।

বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ‍্যে ১৩৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, গতকাল এই সংখ্যাটা ছিল ১৩৭। এই নিয়ে রাজ‍্যে করোনা ভাইরাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৮১৩। এর মধ্যে কলকাতাতেই মৃত‍্যু হয়েছে মোট ৪,৫২৬(+৩৮) জন করোনা আক্রান্তের। উত্তর ২৪ পরগণাতে এখনও পর্যন্ত ৩,৯৯৭(+৪৩) জন কোভিডে প্রাণ হারিয়েছেন। শেষ ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগণা ও হাওড়াতে যথাক্রমে ৬ এবং ১০ জনের মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে টেস্টের সংখ‍্যা যথেষ্ট কম। এখনও পর্যন্ত মোট ১,২৫,৭১,১৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ‍্যে। এর মধ্যে শেষ ২৪ ঘন্টায় ৭৫,১৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল এই সংখ্যাটা ছিল ৬৫,০৪১টি। রাজ‍্যে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১১.০৯ শতাংশে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in