Covid-19: রাজ্যে দৈনিক সংক্রমণ ১২ হাজারের পথে, কলকাতা-উত্তর ২৪ পরগণায় দ্রুত বাড়ছে আক্রান্ত

আজ হাজারেরও বেশি বেড়ে প্রায় ১২ হাজারে পৌঁছে গেল রাজ‍্যে দৈনিক করোনা সংক্রমণ। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। কলকাতাতে দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই হাজার, উঃ ২৪ পরগণায় দু হাজার ছাড়িয়েছে।
হাওড়ায় স্যানিটাইজ করার কাজে হাত লাগিয়েছে বাম কর্মীরা
হাওড়ায় স্যানিটাইজ করার কাজে হাত লাগিয়েছে বাম কর্মীরাছবি সৌজন্য রাকেশ দাস

ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে রাজ‍্যের করোনা পরিস্থিতি। প্রতিদিনই রেকর্ড তৈরি হচ্ছে দৈনিক সংক্রমণের। গতকালের তুলনায় হাজারেরও বেশি বেড়ে প্রায় ১২ হাজারে পৌঁছে গেল রাজ‍্যে দৈনিক করোনা সংক্রমণ। ২৪ ঘন্টায় মৃত্যুও হয়েছে প্রায় ৬০ জনের। কলকাতাতে দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই হাজার এবং উঃ ২৪ পরগণায় দু হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার রাজ‍্যের স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ‍্যে নতুন করে সংক্রমিত হয়েছেন আরো ১১ হাজার ৯৪৮ জন, ‌করোনাকালে রাজ‍্যে সর্বাধিক দৈনিক সংক্রমণ এটা। গতকাল এই সংখ্যাটা ছিল ১০ হাজার ৭৮৪। এই নিয়ে রাজ‍্যে মোট আক্রান্ত ৭,০০,৯০৪।

করোনা আক্রান্তদের সংখ‍্যার বিচারে এবং দৈনিক সংক্রমণের বিচারে জেলাগুলোর মধ‍্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। সেখানে মোট সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৫৬। ২৪ ঘন্টায় সেখানে করোনা পজিটিভ হয়েছেন ২,৬৪৬ জন। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায় মোট সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ৫৬৫। সেখানে ২৪ ঘন্টায় ২,৩৭২ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তৃতীয় স্থানে রয়েছে দঃ ২৪ পরগণা, সেখানে করোনা সংক্রমিতের সংখ্যা ৪৪,৯১৯ (+৭৭৯)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে হাওড়া ও হুগলী, যেখানে মোট আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪,০৩২(+৬৭১) ও ৩৫,৫৪২(+৫৭৮)।

একদিনে রাজ‍্যে অ‍্যাক্টিভ কেসের সংখ্যা বেড়েছে পাঁচ হাজারের বেশি। এই মুহূর্তে রাজ‍্যে অ‍্যাক্টিভ কেসের সংখ্যা ৬৮,৭৯৮ (+৫,৩০২)। এখনও পর্যন্ত মোট ৬,২১,৩৪০ জন সংক্রমিত ব‍্যক্তিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৫৯০ জনকে ছুটি দেওয়া হয়েছে। রাজ‍্যে করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার হার কমে দাঁড়িয়েছে ৮৮.৬৫ শতাংশ।

বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ‍্যে ৫৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ‍্যে করোনা ভাইরাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৭৬৬। এর মধ্যে কলকাতাতেই মৃত‍্যু হয়েছে মোট ৩,২৫৮(+১৪) জন করোনা আক্রান্তের। উত্তর ২৪ পরগণাতে এখনও পর্যন্ত ২,৬৪৫(+১৩) জন কোভিডে প্রাণ হারিয়েছেন।

তবে পশ্চিমবঙ্গে কোভিড পরীক্ষার সংখ‍্যা অনেক কম।। এখনও পর্যন্ত মোট ১,০০,০৩,৪৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ‍্যে। এর মধ্যে শেষ ২৪ ঘন্টায় ৫৩,১৫৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ‍্যে মোট ১০৫টি ল‍্যাবে করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে। প্রতি দশ লক্ষ মানুষ পিছু ১,১১,১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in