টিকা নেওয়ার একদিন পরেই মৃত্যু উত্তরপ্রদেশের এক স্বাস্থ্যকর্মীর

মহিপাল সিং নামে ৪৬ বছরের ওই ব্যক্তি একটি সরকারী হাসপাতালের ওয়ার্ড বয়।শনিবার টিকা নেওয়ার আগে তাঁর অল্প সর্দি-কাশি থাকলেও টিকা নেওয়ার পর শ্বাসকষ্ট এবং বুকে ব্যাথা শুরু হয় তাঁর, দাবি পরিবারের।
কোভিড ভ‍্যাকসিন
কোভিড ভ‍্যাকসিনছবি প্রতীকী সংগৃহীত

কোভিড ভ‍্যাকসিন নেওয়ার একদিন পরেই মৃত্যু হলো এক ব‍্যক্তির। মহিপাল সিং নামে ৪৬ বছরের ওই ব‍্যক্তি একটি সরকারী হাসপাতালের ওয়ার্ড বয়। উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই ঘটনায় দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও জেলার চিফ মেডিক্যাল অফিসার জানিয়েছেন, টিকাকরণের সাথে এই মৃত্যুর কোনো সম্পর্ক নেই।

মোরাদাবাদের চিফ মেডিক্যাল অফিসার এমসি গর্গ গভীর রাতে সাংবাদিকদের জানিয়েছেন, "শনিবার দুপুর নাগাদ ওই ব‍্যক্তিকে টিকা দেওয়া হয়েছিল। রবিবার তিনি বুকে ব‍্যাথা অনুভব করেন এবং শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। আমরা মৃত্যুর কারণ অনুসন্ধান করছি। মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। তবে এই মৃত্যু ভ‍্যাক্সিনেশনের প্রতিক্রিয়া বলে মনে হয় না। শনিবার নাইট ডিউটি করেছিলেন উনি। তখনও কোনো সমস‍্যা হয়নি ওঁর।"

আজ ভোরের দিকে মৃতদেহের ময়নাতদন্ত হয়। উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, মৃতের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর তাৎক্ষণিক কারণ হিসেবে "কার্ডিওজেনিক শক" লেখা রয়েছে।

মৃতের ছেলে বিশাল সিংয়ের দাবি টিকা নেওয়ার আগে তাঁর বাবার সামান্য হাঁচি-কাশি হচ্ছিল, কিন্তু টিকা নেওয়ার পর তিনি আরও অসুস্থ বোধ করেন। মিডিয়ার সামনে বিশাল জানিয়েছেন, "দুপুর দেড়টার দিকে টিকা কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসেন আমার বাবা। আমিই তাঁকে বাড়ি নিয়ে আসছিলাম। তখনই ওনার শ্বাসকষ্ট হচ্ছিল এবং কাশছিলন উনি। টিকা নেওয়ার আগে ওনার খুব সামান্য নিউমোনিয়া হয়েছিল, অল্প সর্দি-কাশি ছিল। কিন্তু টিকা নিয়ে বাড়ি ফেরার পর ওনার অসুস্থতা অনেক বেড়ে যায়।"

শনিবার ও রবিবার গোটা দেশে করোনা টিকাকরণ কর্মসূচি হয়েছে। দু'দিনের মোট ২ লক্ষ ২৪ জন মানুষ টিকা নিয়েছে। এদের মধ্যে ৪৪৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in