ধূমপায়ীরা কোভিড-১৯ সংক্রমিত হলে জীবনের ঝুঁকি অনেক বেশি - দাবি বিশেষজ্ঞ চিকিৎসকের

ছবি প্রতীকী সংগৃহীত
ছবি প্রতীকী সংগৃহীত

তামাকজাত পদার্থে থাকা নিকোটিন COVID-19 এর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে, সম্প্রতি গোটা বিশ্বে এরকম একটি খবর ছড়িয়েছিল। গবেষকদের দাবি এটি পুরোপুরি গুজব। বরং গবেষণায় এর উল্টো ফল প্রকাশিত হয়েছে। ধূমপান কেবল ফুসফুসকেই ক্ষতি করে না, যে কোনো রোগের বিরুদ্ধে শরীরের লড়াই করার ক্ষমতা অসম্ভব হারে কমিয়ে দেয়। COVID-19 রোগ প্রতিরোধে ধূমপানকারীদের অনেকবেশি সতর্ক হওয়া উচিত বলে সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

কেরলের কোচি অ‍্যাস্টার মেডিসিটির ফুসফুস বিশেষজ্ঞ ডাঃ প্রবীণ ভালসালানের দাবি, ধূমপান করার সময় কোনো ব‍্যাক্তির আঙুল যখন বারবার ঠোঁট স্পর্শ করে তখন ওই ব‍্যক্তির এই ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। ধূমপানের অভ‍্যাসযুক্ত COVID-19 রোগীরা প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস ত‍্যাগ করেন এবং সাংঘাতিক নিউমোনিয়ার শিকার হন। এই কারণে তাঁদের ফুসফুস ফুলে গিয়ে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয়।

আবার এআর ডিসরাপ্ট সিন্ড্রোমও ঘটতে পারে। অর্থাৎ ধূমপানের অভ্যাসযুক্ত কোনো COVID-19 সংক্রমিত ব‍্যাক্তি যখন অক্সিজেন নিচ্ছেন, তখন তা রক্ত পর্যন্ত ঠিকঠাক পৌঁছাচ্ছে না। ফলে শরীর অক্সিজেনের ঘাটতি অনুভব করে। এর অর্থ হলো রোগীকে এবার ভেন্টিলেটরে নিয়ে যেতে হবে। অর্থাৎ ধূমপানকারী ব‍্যক্তি COVID-19 সংক্রমিত হলে তাঁর জীবনের ঝুঁকি অনেক বেশি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in