COVID-19: ভারতে সংক্রমিত প্রায় ৩০ হাজার, সংক্রমণ মুক্ত ৭,২০৭

কলকাতা - নিজস্ব চিত্র
কলকাতা - নিজস্ব চিত্র

দেশে করোনা সংক্রমিতের সংখ্যা এই মুহূর্তে প্রায় ৩০ হাজার। মঙ্গলবার বিকেল ৫টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ২৯,৯৭৪। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন ৭,০২৭ জন। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট ৯৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় ১,৫৯৪ টি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫১ জন এবং ৬৬৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে সর্বাধিক সংক্রমণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে, ৮,৫৯০টি, শেষ ২৪ ঘন্টায় ৫২২ জনের শরীরে নতুন করে সংক্রমণের খবর পাওয়া গেছে। এরপরই রয়েছে গুজরাট, সেখানে ৩,৫৪৮ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। দিল্লিতে ৩,১০৮ জন, মধ‍্যপ্রদেশে ২,৩৬৮ জন, রাজস্থানে ২,২৬২ জনের সংক্রমণ ঘটেছে। উত্তরপ্রদেশে ২,০৪৩ জন, তামিলনাড়ুতে ১,৯৩৭ জন, অন্ধ্রপ্রদেশে ১,২৫৯ জন, তেলেঙ্গানায় ১,০০৪ জন, পশ্চিমবঙ্গে ৬৯৭ জন, জম্মু ও কাশ্মীরে ৫৪৬ জন, কর্ণাটকে ৫২০ জন, কেরালায় ৪৮২ জন, বিহারে ৩৪৬ জন, পাঞ্জাবে ৩১৩ জন, হরিয়ানাতে ২৯৬ জন, ওড়িশায় ১১৮ জন, ঝাড়খন্ডে ১০৩ জন, উত্তরাখণ্ডে ৫১ জন, হিমাচল প্রদেশে ৪০ জন, চন্ডীগড়ে ৪০ জন, আসামে ৩৮ জন, ছত্তিশগড়ে ৩৭ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন, লাদাখে ২২ জন, মেঘালয়ে ১২ জন, গোয়াতে ৭ জন (৭জনই সুস্থ), পুদুচেরিতে ৮ জন, মনিপুরে ২ জন, ত্রিপুরায় ২জন, মিজোরামে ১ জন, অরুণাচল প্রদেশে ১ জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে।

মৃতের সংখ্যার বিচারে রাজ‍্যগুলির মধ্যে প্রথম রয়েছে মহারাষ্ট্র, এখনও পর্যন্ত মোট ৩৬৯ জন আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ‍্যে, শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ২৭ জন। গুজরাটে ১৬২ জন, মধ্যপ্রদেশে ১১৩ জন, দিল্লিতে ৫৪ জন, রাজস্থানে ৪৬ জন, অন্ধ্রপ্রদেশে ৩১ জন, উত্তরপ্রদেশে ৩১ জন, তেলেঙ্গানায় ২৬ জন, তামিলনাড়ুতে ২৪ জন, পশ্চিমবঙ্গে ২০ জন, কর্ণাটকে ২০ জন, পাঞ্জাবে ১৮ জন, জম্মু ও কাশ্মীরে ৭ জন, কেরালায় ৪ জন, হরিয়ানায় ৩ জন, ঝাড়খন্ডে ৩ জন, বিহারে ২ জন, হিমাচল প্রদেশে ১ জন, ওড়িশায় ১ জন, মেঘালয়ে ১ জন, আসামে ১ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট https://www.mohfw.gov.in/ -এর ২৮ এপ্রিল বিকেল ৫টার তথ্য অনুসারে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in