COVID-19 সংক্রমণ রুখতে কেরল সরকার শুরু করলো 'ব্রেক দ্য চেন' কর্মসূচি

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

COVID-19 করোনা সংক্রমণ রুখতে কেরলে 'ব্রেক দ্য চেন' কর্মসূচি শুরু করলো পিনারাই বিজয়ন সরকার। করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষের মধ্যে হাত ধোবার অভ্যাস বাড়াতে বিশেষ এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

'ব্রেক দ্য চেন' কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন রেলওয়ে প্ল্যাটফর্ম সহ বিভিন্ন জায়গায় জলের কল এবং হাত ধোবার বন্দোবস্ত করা হয়েছে।

একইসঙ্গে মানুষের কাছে আবেদন জানানো হয়েছে – যখন তাঁরা বাইরে থাকবেন তখন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সমস্ত অফিসে যাতে সহজেই স্যানিটাইজার পাওয়া যায় সরকারের পক্ষ থেকেই তার ব্যবস্থাও করা হয়েছে।

দেশজুড়ে এখনও পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণের ১২৬টি ঘটনা ঘটেছে। যার মধ্যে ২২ জন বিদেশী বলে জানা গেছে। দেশের মধ্যে সবথেকে বেশি সংক্রমণের ঘটনা মহারাষ্ট্রে। এরপরেই স্থান কেরালার। সেখানে ২৪ জন এই ভাইরাস সংক্রমণে আক্রান্ত। এখনও পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণে ভারতে ৩ জনের মৃত্যু হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in