Euro Cup: ইতালির পর ওয়েলসের কাছেও হার তুরস্কের

আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে তুরস্ককে ২-০ গোলে হারালো গ্যারেথ বেলরা। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর আজ কাঙ্খিত তিন পয়েন্ট এলো ওয়েলস শিবিরে।
ওয়েলস বনাম তুরস্ক
ওয়েলস বনাম তুরস্কছবি উয়েফা ইউরো ২০২০ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইতালির পর এবার ওয়েলসের কাছেও হারের মুখ দেখলো তুরস্ক। আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে তুরস্ককে ২-০ গোলে হারালো গ্যারেথ বেলরা। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর আজ কাঙ্খিত তিন পয়েন্ট এলো ওয়েলস শিবিরে। অন্যদিকে প্রথম থেকে ভালো ফুটবল উপহার দিয়েও গোলের খরা কাটাতে পারলো না তুর্কিরা।

লড়াকু ম্যাচে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় ওয়েলস। গ্যারেথ বেলের বাড়ানো পাস থেকে তুরস্কের জাল খুঁজে নিতে কোনো ভুল করেননি জুভেন্তাস মিডফিল্ডার অ্যারন র‍্যামসে। প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করতে পারতো ওয়েলস। তবে পেনাল্টি উপহার পেলেও তা কাজে লাগাতে পারেননি অধিনায়ক গ্যারেথ বেল। স্পট কিক নিতে গিয়ে অফ টার্গেটে বল মারেন তিনি।

খেলা শেষের সংকেত হিসেবে রেফারির শেষ বাঁশি বাজানোর ঠিক আগের মুহূর্তেই ওয়েলসের স্কোর লাইনে দ্বিতীয় গোলটি যোগ হয়। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ইনজুরি সময়ের ৫ মিনিটের মাথায় আবারও পাস বাড়ান গ্যারেথ বেল। আর বেলের বাড়ানো পাস থেকে তুরস্কের কফিনে শেষ পেরকটি পুঁতে দেন কন্নোর রবার্টস।

বাকুতে এই ম্যাচে গুরুত্বপূর্ণ জয়ের জন্য নেমেছিলো দুই দলই। সেনোল জিউনেসের দল নামে ৪-১-৪-১ ফর্মেশনে। অন্যদিকে রবার্ট পেজও ওয়েলসকে নামান ৪-১-৪-১ ফর্মেশনে। শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতি আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। বলের উপর কর্তৃত্ব বেশি রাখে তুরস্কই। সম্পূর্ণ ম্যাচে ৬৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে তারা। তবে একাধিক সুযোগ নষ্টের ফলে গোল আসেনি তুরস্ক শিবিরে। সুযোগ কাজে লাগিয়ে শেষ হাসি হাসলো বেলরাই।

এই ম্যাচের শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ এ'র শীর্ষে ওয়েলস। চতুর্থ স্থানে থাকা তুরস্ক এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। ওয়েলসের চেয়ে এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in