Euro Cup: হোঁচট খেলো স্পেন, গোলশূন্য ড্র'তে সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি লুইস এনরিকেদের

সম্পূর্ণ ম্যাচে দাপট দেখিয়েও তিন পয়েন্ট অর্জন করতে ব্যর্থ স্পেন। আলভারো মোরাতার অসংখ্য সুযোগ ছিলো গোল করার। কিন্তু জুভেন্তাস তারকার ভাগ্য সাথ দেয়নি। দুই অর্ধ মিলিয়ে কোনো দলই গোলের মুখ দেখলো না।
Euro Cup: হোঁচট খেলো স্পেন, গোলশূন্য ড্র'তে সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি লুইস এনরিকেদের
ছবি সংগৃহীত

সম্পূর্ণ ম্যাচে দাপট দেখিয়েও তিন পয়েন্ট অর্জন করতে ব্যর্থ স্পেন। আলভারো মোরাতার অসংখ্য সুযোগ ছিলো গোল করার। কিন্তু জুভেন্তাস তারকার ভাগ্য সাথ দেয়নি। দুই অর্ধ মিলিয়ে কোনো দলই গোলের মুখ দেখলো না। খেলা শেষ হলো গোল শূন্য ড্রয়ের মাধ্যমে।

'ইউরো ২০২০'-এর গ্রুপ ই'র রাউন্ড ওয়ানে মুখোমুখি হয়েছিলো স্পেন এবং সুইডেন। সেভিয়ার স্তাদিও দে লা কার্তুজাতে প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার শুরু করে স্পেন। দুই অর্ধ মিলিয়ে সুইডেনকে ছুটিয়েছে কোকে, ফেরান তোরেস, জর্ডি আলবারা। বল পজিশনের নিরিখে এদিন মোট ৮৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে লুইস এনরিকেরা। অন্যদিকে সুইডেন মাত্র ১৭ শতাংশ বলই দখলে রাখতে পারে। এই ম্যাচে 'স্প্যানিশ আর্মাডা' মোট ৯১৭ টি পাস খেলে। যেখানে মাত্র ১৬২ টি পাস খেলে সুইডেন। এই ম্যাচ গোল ছাড়া স্পেন সবকিছুই দেখিয়েছে। তবে তাতে বিশেষ কিছু লাভ হয়নি। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো এনরিকেদের।

আলভারো মোরাতা, দানি অলমো এবং ফেরান তোরেসকে সামনে রেখে ৪-৩-৩ ফর্মেশনে দল নামায় লুইস এনরিকে। অন্যদিকে জন আন্ডারসন দল নামান ৪-৪-২ ফর্মেশনে। যার আক্রমণ ভাগে থাকেন আলেক্সান্ডার আইজ্যাক এবং মার্কাস বার্গ।

প্রথমার্ধেই অন্তত দুটি সুযোগ এসেছিলো আলভারো মোরাতার কাছে। কিন্তু জুভেন্তাস ফরোয়ার্ড তা কাজে লাগাতে পারেনি। সম্পূর্ণ ম্যাচে নিজেদের কর্তৃত্ব রাখলেও সুইডেনের রক্ষণভাগ স্পেনকে গোল করতে দেয়নি। ঘুরে স্পেনই এক গোল হজম করতে পারতো। কিন্তু আলেক্সান্ডার ইজাকের শট বার পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে। পয়েন্ট ভাগাভাগি করে ইউরো অভিযান শুরু হলো তাদের।

ইউরোতে আজ দুই হাইভোল্টেজ ম্যাচ। ভারতীয় সময় রাত ঠিক সাড়ে ৯ টায় হাঙ্গেরীর বিপক্ষে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। রাত সাড়ে ১২ টায় জার্মানির মুখোমুখি ফ্রান্স।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in