Euro Cup: নাটকীয় হাই স্কোরিং ম্যাচে স্পেনের কাছে ৫-৩ গোলে হার ক্রোয়েশিয়ার

অতিরিক্ত সময়ে দুটি গোলের দৌলতে ৫-৩ ব্যবধানে বিশ্বকাপ ফাইনালিস্টদের বিপক্ষে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ জিতে নেয় তিন বারের ইউরো জয়ী লা রোহা'রা।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়ের পর স্পেনের খেলোয়াড়রা
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়ের পর স্পেনের খেলোয়াড়রাছবি উয়েফা ইউরো ২০২০ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

বিশ্বকাপের মতো চমক দেখানো আর হবেনা লুকা মড্রিচের ক্রোয়েশিয়ার। নাটকীয় হাই স্কোরিং ম্যাচে ৫-৩ ব্যবধানে ক্রোয়েটদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্প্যানিশরা। ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত এই ম্যাচে অবশ্য চমকের শেষ নেই।

প্রথমে স্পেন আত্মঘাতী গোল করে এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে। এরপর খেলায় ফিরে লুকা মড্রিচদের তিন গোল হজম করান লুইস এনরিকের স্টুডেন্টরা। ৩-১ গোলে পিছিয়ে থাকার পর দুরন্ত কামব্যাক করে নির্ধারিত সময়ের মধ্যে আবার সমতা ফিরে পায় ক্রোয়েশিয়া। রুদ্ধশ্বাস ম্যাচ পৌঁছায় অতিরিক্ত সময়ে। আর সেখানেই বাজিমাৎ করে 'স্প্যানিশ আর্মাডা'। অতিরিক্ত সময়ে দুটি গোলের দৌলতে ৫-৩ ব্যবধানে বিশ্বকাপ ফাইনালিস্টদের বিপক্ষে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ জিতে নেয় তিন বারের ইউরো জয়ী লা রোহা'রা।

প্রথমার্ধের ২০ মিনিটে পেদ্রির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এই নিয়ে 'ইউরো ২০২০'তে রেকর্ড ৯ টি আত্মঘাতী গোল হয়ে গেছে। ৩৮ মিনিটে পাবলো সারাবিয়ার গোলে অবশ্য সমতা ফিরে পায় স্পেন। দুই দলের ১-১ ব্যবধানে সমতার মধ্য দিয়ে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ক্রোয়েশিয়াকে নাজেহাল করতে থাকে লুইস এনরিকের 'স্প্যানিশ আর্মাডা'। ৫৭ মিনিটে ফেরান তোরেসের পাস থেকে দুরন্ত এক গোলে স্পেনকে লীড এনে দেন সিজার আজপিলিকুয়েতা। ৭৭ মিনিটে পাও তোরেসের পাস থেকে ফেরান তোরেস গোল করে স্পেনকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।

ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত স্প্যানিশ সমর্থকরা ভেবেছিলেন খুব সহজেই জয় আসবে লা রোহাদের। কিন্তু নাটকীয় শেষ দশ মিনিটে সমীকরণ বদলে যায়। ৮৫ মিনিটে মিসলাভ ওরসিসের গোলে ব্যবধান কমে ক্রোয়েশিয়ার। এরপর শেষ মুহূর্তে ইনজুরি সময়ে ওরসিসের পাস থেকে গোল করে ক্রোয়েশিয়াকে সমতা এনে দেন মিসলাভ পাসিলিক। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত ৩০ মিনিটে স্পেনের সামনে দাঁড়াতে পারেনি মড্রিচ বাহিনী। ১০০ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যাওয়ার তিন মিনিট বাদেই মিকেল ওয়ারজাবালা স্পেনের হয়ে এই ম্যাচে পঞ্চম গোলটি করে দেন। ২ গোলের লীড রেখে শেষ আটে প্রবেশ করলেন সার্জিও বুসকেটস, কোকে, আলভারো মোরাতারা। কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স ও সুইজারল্যান্ডের মধ্যে বিজয়ী দল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in