Euro Cup: ইতালির জয়ের ধারা অব্যাহত, হেরেও আজ্জুরিদের সাথে শেষ ষোলতে ওয়েলস

অন্যদিকে গ্রুপ এ'র অন্য ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারালেও সুইজারল্যান্ডের দ্বিতীয় রাউন্ডের টিকিট পাকা হয়নি। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে গেছে ওয়েলস।
Euro Cup: ইতালির জয়ের ধারা অব্যাহত, হেরেও আজ্জুরিদের সাথে শেষ ষোলতে ওয়েলস
ছবি সৌজন্যে ইউরোর ট‍্যুইটার হ‍্যান্ডল

ইতালির তিনে তিন। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে নিলেন মানচিনি এন্ড কোং। শেষ ষোলতে পৌঁছে গিয়েছিলো আগেই। এবার গ্রুপ এ'র শীর্ষস্থান বজায় রেখে শেষ করলো ইতালি। রোমে আজ ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছে তারা। তবে হারলেও ইতালির সঙ্গে শেষ ষোলতে পৌঁছে গেছে গ্যারেথ বেলরাও।

অন্যদিকে গ্রুপ এ'র অন্য ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারালেও সুইজারল্যান্ডের দ্বিতীয় রাউন্ডের টিকিট পাকা হয়নি। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে গেছে ওয়েলস। অবশ্য তৃতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর সুযোগ এখনও আছে সুইজারল্যান্ডের।

সিরো ইমোবিল, নিকোলো বারেল্লা, লরেঞ্জো ইনসাইন, লোকাতেল্লিদের ছাড়াই ওয়েলসের বিপক্ষে দল নামান মানচিনি। তার কারণ অবশ্য আগেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছিলো আজ্জুরিরা। তৃতীয় ম্যাচে এসেও জয়ের ধারা বজায় রাখতে সক্ষম হলো ইতালি। দশ জনের ওয়েলস অবশ্য লড়াই করে গেছে। গ্যারেথ বেলদের ১-০ গোলে হারালো আজ্জুরিরা। মার্কো ভেরাত্তির পাস থেকে প্রথমার্ধের ১৯ মিনিটে মাত্তেও পেসেইনার গোলেই জয় পায় লিওনার্দো বনুচ্চিরা। অবশ্য হারলেও বিশেষ কিছু ক্ষতি হলোনা অ্যারন র‌্যামসে, গ্যারেথ বেলদের।

এ-গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ড তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে। প্রথমার্ধের ২৬ মিনিটের মধ্যেই দু'গোলে এগিয়ে যায় সুইশরা। শুরুর ৬ মিনিটে ভ্লাদিমির পেটকোভিসের দলের হয়ে প্রথম গোলটি করেন হ্যারিস সাফারোভিস। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুল মিডফিল্ডার শাকিরি। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ইরফান ক্যান কাভেকি চলতি ইউরোতে তুরস্কের হয়ে প্রথম গোলটি করেন। তবে ব্যবধান কমালেও ৬৮ মিনিটে সুইজারল্যান্ডের স্কোরলাইনে তৃতীয় গোলটি যোগ হয়। তুরস্কের কফিনে শেষ পেরকটি পুঁতে দেন শাকিরিই।

গ্রুপ 'এ' থেকে শেষ ষোলতে পৌঁছে গেছে ইতালি এবং ওয়েলস। তৃতীয় দল হিসেবে সুইজারল্যান্ডেরও সুযোগ রয়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। তুরস্কের সফর গ্রুপ পর্বেই শেষ হয়েছে। তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি তুর্কিরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in