Euro Cup: সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলতে পৌঁছে গেলো মানচিনির ইতালি

সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড অর্থাৎ শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মানচিনি ব্রিগেড। এই ম্যাচে জোড়া গোল করে আলো ছড়িয়েছেন ম্যানুয়াল লোকাতেল্লি। একটি গোল আসে সিরো ইমোবিলের পা থেকে।
Euro Cup: সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলতে পৌঁছে গেলো মানচিনির ইতালি
ছবি সংগৃহীত

ইতালির বিজয়রথ অব্যাহত। ইউরোর বোধনে তুরস্ককে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছিলো আজ্জুরিরা। গতরাতে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড অর্থাৎ শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফেলেছে মানচিনি ব্রিগেড। এই ম্যাচে জোড়া গোল করে আলো ছড়িয়েছেন ম্যানুয়াল লোকাতেল্লি। একটি গোল আসে সিরো ইমোবিলের পা থেকে।

প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় ইতালি অধিনায়ক জর্জিয়ো চেলিনি এক দুরন্ত গোল করেন। তবে ভিএআরের হ্যান্ডবলের নির্দেশে তাঁর গোলটি বাতিল করা হয়। এর চার মিনিট পরেই হ্যামস্ট্রিংএর চোট নিয়ে মাঠ ছাড়েন এই জুভেন্তাস ডিফেন্ডার। চেলিনির পরিবর্তে মাঠে নামেন ফ্রান্সেসকো এসার্বি।

প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মানচিনি বাহিনীকে। ২৬ মিনিটে ডমিনিকো বেরার্ডির পাস থেকে আজ্জুরিদের স্কোরলাইনে প্রথম গোলটি যোগ করেন ম্যানুয়াল লোকাতেল্লি।

প্রথমার্ধে লীড ধরে রাখার পর দ্বিতীয়ার্ধে, ইতালি ব্যবধান দ্বিগুণ করেন লোকাতেল্লির সৌজন্যেই। ৫২ মিনিটে নিকোলো বারেল্লার বাড়ানো পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন সাসৌলোর ২৩ বর্ষীয় মিডফিল্ডার। নির্ধারিত সময়ের ৮৯ মিনিটে সুইজারল্যান্ডকে তৃতীয় গোলটি হজম করান লাজিও তারকা সিরো ইমোবিল।

নক আউট পর্বে যাওয়ার জন্য শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তুরস্কের। আজ্জুরিরা দুই ম্যাচ খেলেই শেষ ১৬ তে পৌঁছে গেছে। এই জয়ের ফলে টানা ২৯ ম্যাচ অপরাজিত তারা। টানা দশ ম্যাচে ক্লিন শিট রেখেছে রবার্টো মানচিনির ব্রিগেড।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in