Euro Cup: রোনাল্ডোর ইতিহাস ছোঁয়ার রাতে শেষ ষোলতে ফ্রান্স, জার্মানির সঙ্গী পর্তুগাল

তবে হাঙ্গেরী এবং জার্মানির ম্যাচে অল্পের জন্য হাঙ্গেরীর ইউরো অভিযান শেষ হলো। দু'বার এগিয়ে থেকেও জয় এলো না তাদের।
Euro Cup: রোনাল্ডোর ইতিহাস ছোঁয়ার রাতে শেষ ষোলতে ফ্রান্স, জার্মানির সঙ্গী পর্তুগাল
ছবি সৌজন্যে ইউরোর ট‍্যুইটার হ‍্যান্ডল

রোনাল্ডোর ইতিহাস ছোঁয়ার রাতে গ্রুপ পর্বের বাধা কাটালো পর্তুগাল। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে ড্র করে 'ইউরো ২০২০'-এর নক আউট পর্বের টিকিট পেলো ফার্নান্দো সান্টোসরা। অন্য ম্যাচে হাঙ্গেরীর বিপক্ষে কষ্টার্জিত ড্র নিয়ে শেষ ষোলতে জোয়াকিম লোর জার্মানরাও। ফ্রান্স আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে রেখেছিলো। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করে পরের রাউন্ডে পৌঁছালো তারা। ডেথ গ্রুপ 'এফ'-থেকে শুধু কপাল পুড়লো হাঙ্গেরীর।

ফ্রান্স মাঠে নামার আগেই নিশ্চিত করে ফেলেছিলো শেষ ষোলোর টিকিট। কাগজে কলমে গ্রুপ 'এফ'-থেকে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ ছিলো জার্মানি, পর্তুগাল এবং হাঙ্গেরী তিন দলেরই। তবে হাঙ্গেরী এবং জার্মানির ম্যাচে অল্পের জন্য হাঙ্গেরীর ইউরো অভিযান শেষ হলো। দু'বার এগিয়ে থেকেও জয় এলো না তাদের।

বল গড়ানোর ১১ মিনিটেই রোলাঁ সাল্লাইয়ের বাড়ানো পাস থেকে গোল করে হাঙ্গেরীকে এগিয়ে দেন অ্যাডাম সাজলাই। এই লীড হাঙ্গেরী ধরে রাখে ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত। ৬৬ মিনিটে ম্যাট হামেলসের পাস থেকে জার্মানিকে সমতা এনে দেন কাই হাভার্টেজ। তবে জার্মানি সমতা ফিরে পাওয়ার পর মুহূর্তেই আন্দ্রেস চাফেরের গোলে লীড বাড়ায় হাঙ্গেরী। একসময় মনে হচ্ছিলো হাঙ্গেরীর কাছেই গ্রুপ পর্ব থেকে বিদায় জানাতে হবে জার্মানদের। তবে ৮৪ মিনিটে লিওন গোরেৎজকার স্বস্তির গোল মুখে হাসি ফোটায় জোয়াকিম লোর।

পুসকাস এরেনাতে তিন পেনাল্টির ম্যাচে দুটি করে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং করিম বেনজেমা। ৩০ মিনিটের মাথায় রোনাল্ডোর পেনাল্টি থেকে এগিয়ে যায় পর্তুগাল। প্রথমার্ধের যোগ করা সময়ে আবার পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে সমতা এনে দেন রিয়েল মাদ্রিদে একসময়ের রোনাল্ডোর সতীর্থ করিম বেনজেমা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটের মাথায় আবার পল পোগবার পাস থেকে ফ্রান্সকে এগিয়ে দেন দীর্ঘ ৬ বছর পর জাতীয় দলে ডাক পাওয়া বেনজেমাই। তবে এই লীড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গ্রিজম্যান, এমবাপ্পেরা। ৬০ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করে পর্তুগালকে সমতা এনে দেওয়ার পাশাপাশি ইতিহাস স্পর্শ করলেন সিআর সেভেন। পর্তুগালের জার্সিতে ১০৯ টি আন্তর্জাতিক গোল করে ফেললেন এই মহাতারকা। বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার মুকুট যুগ্মভাবে এখন রোনাল্ডোর মাথায়। আর একটি মাত্র গোল করলেই ইরানের আলি দাইকে পেছনে ফেলে নতুন ইতিহাস রচনা করবেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী। সেইসঙ্গে এই ম্যাচে গোল করার সাথে সাথে প্রথম ফুটবলার হিসেবে ৪৪ টি ভিন্ন দেশের বিরুদ্ধে গোল করার নজির গড়লেন রোনাল্ডো।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in