Euro Cup: জেরার্ড মোরেনোর পেনাল্টি মিস - সুইডেনের পর পোল্যান্ডের কাছেও হোঁচট স্পেনের

সুইডেনের বিপক্ষে ইউরোর প্রথম ম্যাচে গোল শূন্য ড্র করে স্পেন। দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠে পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে যাওয়ার রাস্তা প্রস্তুত করতে চেয়েছিলো তিন বারের ইউরো জয়ীরা।
স্পেন বনাম পোল্যান্ড
স্পেন বনাম পোল্যান্ডছবি উয়েফা ইউরো ২০২০ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

জেরার্ড মোরেনোর পেনাল্টি মিসের খেসারত দিতে হলো পয়েন্ট খুইয়ে। সুইডেনের পর এবার পোল্যান্ডের কাছেও হোঁচট খেলো স্পেন। এস্তাদিও দে লা কার্তুজাতে সম্পূর্ণ ম্যাচে দাপট দেখিয়েও জয় অধরা থাকলো 'স্প্যানিশ আর্মাডা'-দের। ১-১ গোলে ম্যাচ ড্র করে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকলেন লুইস এনরিকে।

সুইডেনের বিপক্ষে ইউরোর প্রথম ম্যাচে গোল শূন্য ড্র করে স্পেন। দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠে পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে যাওয়ার রাস্তা প্রস্তুত করতে চেয়েছিলো তিন বারের ইউরো জয়ীরা। সেই লক্ষ্যে শুরু থেকেই একের পর এক আক্রমণ শুরু করে দানি ওলমো, আলভারো মোরাতা, জর্ডি আলবারা।

প্রথমার্ধের ২৫ মিনিটে জেরার্ড মোরেনোর বাড়ানো পাস থেকে চলতি ইউরোতে স্পেনের হয়ে একমাত্র গোলটি এসেছে আলভারো মোরাতা। ১-০ গোলে লীড রেখে বিরতিতে যায় স্পেন।

জুভেন্তাস তারকার গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ লীড ধরে রাখতে পারেনি। ৫৪ মিনিটে বায়ার্ন সেনসেশন রবার্ট লেভনডস্কির গোলে সমতা ফিরে পায় পোল্যান্ড। এরপর অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো স্পেনের। ৫৬ মিনিটে পেনাল্টি উপহার পেয়ে যায় তারা। তবে স্পট কিক নিতে গিয়ে গোল পোস্টে মেরে বসেন জেরার্ড মোরেনো। ফিরতি শটে আলভারো মোরাতা ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেনি।

গ্রুপ এ-তৃতীয় রাউন্ডের ওপর নির্ভর করছে শেষ ষোলতে যাওয়া। সুইডেন দু'ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। স্লোভাকিয়া দু পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে। দু পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্পেন এবং এক পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পোল্যান্ড।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in