Euro Cup: শেষ ১৬ নিশ্চিত করলো ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ইংল্যান্ড

'ইউরো ২০২০'-এর শেষ ষোলোর ১২ দল নিশ্চিত হয়ে গেছে। এগুলো হলো ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং ফ্রান্স।
জয়ের পর ক্রোয়েশিয়া দল
জয়ের পর ক্রোয়েশিয়া দলছবি উয়েফা ইউরো ২০২০ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডে বাজিমাৎ করলো বিশ্বকাপ ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্র মাঠে নামার আগেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছিলো। প্রথম দুই ম্যাচের একটিতে ড্র করা ক্রোয়েশিয়ার দ্বিতীয় রাউন্ডে যাওয়া ছিলো অনিশ্চিত। হ্যাম্পডেন পার্কে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেই অনিশ্চয়তা কাটালো লুকা মড্রিচেরা। ক্রোয়েট বাহিনী গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোল নিশ্চিত করেছে। অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ডি'র শীর্ষে থেকে নক আউট পর্বে পৌঁছেছে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড।

গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলো ক্রোয়েশিয়া। ইভান পেরিসিকের বাড়ানো পাস থেকে নিকোলা ভাসিক ক্রোয়েটদের এগিয়ে দেন ১৭ মিনিটেই। তবে প্রথমার্ধের ৪২ মিনিটে স্কটল্যান্ডকে সমতা এনে দেন কলাম ম্যাকগ্রেগর।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে মাত্তেও কোভেসিসের পাস থেকে স্কটল্যান্ডের বিপক্ষে লীড এনে দেন স্বয়ং অধিনায়ক মড্রিচ। কিন্তু তা সত্ত্বেও দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। আশঙ্কা কাটে ম্যাচের ৭৭ মিনিটে। লুকা মড্রিচের বাড়ানো পাসে স্কটল্যান্ডের জালে তৃতীয় বার বলটি জড়িয়ে দেন ইভান পেরিসিক। শেষ পর্যন্ত ৩-১ লীড ধরে রাখতে ব্যর্থ হননি জলাটকো দালিচ বাহিনী। মড্রিচ-পেরেসিক-কোভেসিসরা পৌঁছে যায় দ্বিতীয় রাউন্ডে।

অন্য ম্যাচে প্রথমার্ধের ১২ মিনিটে জ্যাক গ্র্যালিসের পাস থেকে রহিম স্টার্লিং-এর একমাত্র গোলে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে থ্রি লায়ন্সরা। ইংল্যান্ড গ্রুপ পর্বের তিনটি ম্যাচে ২ গোল করেই শীর্ষস্থান দখল করেছে। দুটি গোলই এসেছে রহিম স্টার্লিংএর পা থেকে। ক্রোয়েশিয়ার বিপক্ষে স্টার্লিংএর গোলে জয় পায় ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে সাউথগেটের দল। গতরাতে স্টার্লিংএর গোলেই চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে তারা।

ইতিমধ্যেই 'ইউরো ২০২০'-এর শেষ ষোলোর ১২ দল নিশ্চিত হয়ে গেছে। এই ১২ টি দল হলো ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং ফ্রান্স।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in