Euro Cup: চমক ডেনমার্কের, রাশিয়াকে হারিয়ে নক আউট পর্বে বেলজিয়ামের সঙ্গী এরিকসনের দল

গতরাতে ফিনল্যান্ডের বিরুদ্ধেও ২-০ গোলে জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে লুকাস হ্রাডকেইর আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেলজিয়াম।
Euro Cup: চমক ডেনমার্কের, রাশিয়াকে হারিয়ে নক আউট পর্বে বেলজিয়ামের সঙ্গী এরিকসনের দল
ছবি সৌজন্যে ইউরোর ট‍্যুইটার হ‍্যান্ডল

প্রথম দু'ম্যাচ হেরেও দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলো ডেনমার্ক। রাশিয়াকে ৪-১ গোলে পর্যুদস্ত করে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। কেভিন ডি ব্রুইনের বেলজিয়াম শীর্ষে থেকে শেষ ষোলতে পৌঁছেছে। গতরাতে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে বেলজিয়াম। গ্রুপ বি-এর তৃতীয় স্থানে থেকে পরের রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে ফিনল্যান্ড।

প্রথমে ফিনল্যান্ড এবং তারপর বেলজিয়ামের কাছে হেরে পরের রাউন্ডে যাওয়ার আশা একপ্রকার ক্ষীণ হয়ে গেছিলো এরিকসনের ডেনমার্কের। তবে গতরাতে ফিনল্যান্ডের হার এবং নিজেদের বড় ব্যবধানের জয়ের দৌলতে চতুর্থ স্থান থেকে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডেনিশরা। সেইসঙ্গে পৌঁছে গেছে নক আউট পর্বেও।

কোপেনহেগেনে শুরু থেকেই গতরাতে বড় জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে ডেনমার্ক। প্রথমার্ধের ৩৮ মিনিটে মিক্কেল ডেমসগার্ডের গোলে রাশিয়ার বিরুদ্ধে এগিয়ে যায় সাইমন কাইজাররা। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ডেনিশদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইউসুফ পউলসেন। ৭০ মিনিটে পেনাল্টি উপহার পেয়ে যায় রাশিয়া। স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি আর্টেম ডিজুবা। তবে রাশিয়ার ব্যবধান কমানোর অল্প সময় পরেই, ৭৯ মিনিটে আন্দ্রেস ক্রিস্টেনসেন এবং এবং ৮২ মিনিটে জোয়াকিম মাহলের গোলে ৪-১ ব্যবধানে বড় জয় অর্জন করে ডেনমার্ক।

গ্রুপ বি-এর অন্য ম্যাচে আগে থেকেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছিলেন এডেন হ্যাজার্ডের দল। গতরাতে ফিনল্যান্ডের বিরুদ্ধেও ২-০ গোলে জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে লুকাস হ্রাডকেইর আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ৮১ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাস থেকে বেলজিয়ামের হয়ে শেষ গোলটি করেন রোমেলু লুকাকু।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in