কলকাতায় দাঁড়িয়ে এই প্রথম রাজনৈতিক সংবেদনশীল ইস্যুতে মুখ খুললেন বিগ বি

অমিতাভ বচ্চন বলেন, "বর্তমানে নাগরিক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠছে।" এই মন্তব্যের সময় মঞ্চে উপস্থিত ছিলেন শাহরুখ খান, যার নতুন সিনেমা 'পাঠান' বয়কটের ডাক তুলেছেন অনেকে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে অমিতাভ বচ্চন
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে অমিতাভ বচ্চনছবি সংগৃহীত

এখন তো নাগরিক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে দেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।

৮০ বছর বয়সী এই অভিনেতা, যিনি বিতর্ক থেকে দূরে থাকার জন্য পরিচিত, এই প্রথম রাজনৈতিকভাবে সংবেদনশীল কোনও ইস্যুতে মন্তব্য করেছেন। বিগ বি-র কথায়, রূপালী পর্দাও এখন ক্রমবর্ধমানভাবে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন বলেন, "আমি আশা করছি মঞ্চে থাকা আমার সমস্ত সহকর্মী আমার এই মন্তব্যের সাথে সহমত হবেন যে, বর্তমানে নাগরিক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠছে।" এই মন্তব্যের সময় মঞ্চে উপস্থিত ছিলেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান, যার নতুন সিনেমা 'পাঠান' বয়কটের ডাক তুলেছেন অনেকে।

বৃহস্পতিবার নেতাজি ইন্দোর থেকে দেশের বহুত্ববাদের ঐতিহ্য রক্ষার জন্য সওয়াল করে বচ্চন বলেন, "আমাদের বৈচিত্র্যকে আমরা যেন রক্ষা করি। কেউ যেন, কোনোভাবেই আমাদের এই ঐতিহ্যের উপর ছায়া না ফেলতে পারে। যে সমস্ত ফারাক আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে, তাকে আমাদেরই গুঁড়িয়ে দিতে হবে। আনন্দের ভাগ যেন সবাই পায়।"

তাঁর বক্তৃতায় সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের কথা উঠে এসেছে। সত্যজিৎ রায়ের 'গণশত্রু', মৃণাল সেনের 'আকালের সন্ধানে', ঋত্বিক ঘটকের 'মেঘে ঢাকা তারা' সিনেমায় কিভাবে রাষ্ট্রের বিরোধিতা করা হয়েছে, সেকথা উল্লেখ করেছেন বচ্চন। তিনি বলেন, "আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সবাইকে এইসব পরিচালকের কথা মনে রাখতে হবে।"

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে অমিতাভ বচ্চন
'আপনি এবং আপনাদের মিডিয়ার একই অবস্থা' - বিবেক অগ্নিহোত্রীকে কেন এমন বললেন অনুরাগ কাশ্যপ?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in