হাবিবুল্লাহ শাবাব
হাবিবুল্লাহ শাবাবছবি সংগৃহীত, গ্রাফিক্স সুমিত্রা নন্দন

Afghanistan: তালিবানের ভয়ে গান ছেড়ে সবজি বেচছেন সঙ্গীতশিল্পী হাবিবুল্লাহ শাবাব

আফগানিস্তানের বিখ্যাত সঙ্গীতশিল্পী হাবিবুল্লাহ শাবাব এখন সবজি বিক্রি করছেন। তালিবানদের ফতোয়া জারি করার পরেই হাবিবুল্লাহ শাবাব গান গাওয়া ছেড়ে দিয়েছেন।

আফগানিস্তানের বিখ্যাত সঙ্গীতশিল্পী হাবিবুল্লাহ শাবাব এখন সবজি বিক্রি করছেন। তালিবানদের ফতোয়া জারি করার পরেই হাবিবুল্লাহ শাবাব গান গাওয়া ছেড়ে দিয়েছেন।

আফগানিস্তানকে প্রায় দখল করে নিয়েছে তালিবান। আফগানিস্তানের পরিস্থিতিরও অবনতি হয়েছে। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের গায়ক হাবিবুল্লাহ শাবাব জানিয়েছেন, গানে কেরিয়ার গড়তে তাঁর আর কোনো আগ্রহ নেই। পরিবর্তে, হাবিবুল্লাহ এখন সবজি ব্যবসা চালাতে চান। হাবিবুল্লাহ শাবাব একটি নিউজ এজেন্সিকে বলেন, "আমি আর গান করতে চাই না। আমি সবজি বিক্রির ছোট ব্যবসাটি এগিয়ে নিতে চাই"।

হাবিবুল্লাহ শাবাব আফগানিস্তানের এক বিখ্যাত গায়ক এবং তার গানের ভিডিও ইউটিউবে খুব জনপ্রিয়। হাবিবুল্লাহ শাবাব বলেন, দেশ তালিবানদের দখলে চলে গেছে। আফগানিস্তানে গায়কদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।

আফগান নাগরিক এবং বিদেশীরা গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান থেকে পালিয়ে আসছে। তালিবানি শাসন থেকে বাঁচতে মানুষ কাবুল বিমানবন্দরে জড়ো হচ্ছে। যদি অন্য কোনো দেশে শরণার্থী হিসাবে যাওয়ার সুযোগ হয়, সেই আশায়।

সাক্ষাৎকারে হাবিবুল্লাহ শাবাব আরও বলেন, “দেশ তালিবানদের দখলে যাওয়ার পর অনেক শিল্পী এখান থেকে পালিয়ে গেছে। এটা স্পষ্ট যে মানুষ একটু শান্তিতে থাকতে চায়"।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in