মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সাথে তুলনা, কঙ্গনার মন্তব্যের বিরোধিতায় বলিউডের একাংশ

কঙ্গনার মন্তব্যের বিরোধিতা করেছেন স্বরা ভাস্কর, সোনু সুদ, দিয়া মির্জা সহ অনেকেই
কঙ্গনার মন্তব্যের বিরোধিতা করেছেন স্বরা ভাস্কর, সোনু সুদ, দিয়া মির্জা সহ অনেকেই ছবি সংগৃহীত

সম্প্রতি মুম্বাইকে 'পাকিস্তান অধিকৃত কাশ্মীরের' সাথে তুলনা করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মুম্বাই পুলিশেরও সমালোচনা করেছেন তিনি। মুম্বাইবাসীদের পাশাপাশি বলিউডের একাংশও তাঁর এই মন্তব্য ভালোভাবে নেননি। ট‍্যুইটারে অভিনেত্রীর এই মন্তব্যের বিরোধিতা করেছেন সোনু সুদ, রিতেশ দেশমুখ, স্বরা ভাস্কর, দিয়া মির্জা, উর্মিলা মাতন্ডকর, রেনুকা সাহানে সহ অনেকেই।

এই মুহূর্তের পোস্টার‌ বয় সোনু সুদ নাম না করে ট‍্যুইটারে কঙ্গনা রানাওয়াতকে কটাক্ষ করে লেখেন, "মুম্বাই... এই শহর ভাগ‍্য বদলে দেয়। অন‍্যকে সম্মান করলে তবেই সম্মান মিলবে।"

স্বরা ভাস্কর লেখেন, "একজন আউটসাইডার, স্বাধীন কর্মরত মহিলা হিসেবে গত এক দশক ধরে মুম্বাইয়ের বাসিন্দা রয়েছি আমি। একটাই কথা বলতে চাই, বসবাস এবং কাজের জন্য মুম্বাই অন‍্যতম নিরাপদ শহর।" ট‍্যুইটারে মুম্বাই পুলিশকে ধন‍্যবাদও দিয়েছেন তিনি।

রিতেশ দেশমুখ ট‍্যুইটারে লেখেন, "মুম্বাই হিন্দুস্তান হ‍্যায়"।

গত ২০ বছর ধরে মুম্বাইতে কাজ করছেন দিয়া মির্জা। কঙ্গনা রানাওয়াতের এই মন্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, "১৯ বছর বয়সে এখানে এসেছিলাম আমি। মুম্বাই আমাকে দু'হাত দিয়ে আপন করে নিয়েছে এবং নিরাপদে রেখেছে।"

মারাঠি অভিনেত্রী রেনুকা সাহানে কঙ্গনাকে উদ্দেশ্য করে লেখেন, "মুম্বাই এমন একটি শহর, যেখানে কঙ্গনার বলিউড স্টার হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। এই অসাধারণ শহরের প্রতি কিছু তো শ্রদ্ধা থাকা উচিত। কীভাবে আপনি এই শহরকে পাক অধিকৃত কাশ্মীরের সাথে তুলনা করতে পারলেন?"

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in