'একটা যুগের অবসান', ১০১ বছরে প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর

অমলা শঙ্কর
অমলা শঙ্কর ছবি সংগৃহীত

প্রয়াত হলেন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর। আজ ভোরে কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ১০১। গত মাসেই পরিবারের সাথে নিজের ১০২ তম জন্মদিন পালন করেছিলেন নৃত‍্যশিল্পী। সোশ‍্যাল মিডিয়ায় কিংবদন্তির মৃত্যু সংবাদ জানান তাঁর নাতনি তথা অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর।

ফেসবুকে শ্রীনন্দা লেখেন, "১০১ বছর বয়সে আমার ঠাম্মা আজ আমাদের ছেড়ে চলে গেলেন। গত মাসেই আমরা ওনার জন্মদিন পালন করেছিলাম। এই মুহূর্তে মুম্বাই থেকে কলকাতা যাওয়ার কোনো ফ্লাইট নেই, বড্ড অস্থির লাগছে। ওঁর আত্মার শান্তি কামনা করি। একটা যুগের অবসান হলো। ভালোবাসি তোমাকে ঠাম্মা। সবকিছুর জন্য ধন্যবাদ।" অমলা শঙ্করের সাথে তোলা একাধিক ছবিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রীনন্দা শঙ্কর।

১৯১৯ সালের ২৭ জুন যশোরে জন্মগ্রহণ করেন অমলা শঙ্কর। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সেই প‍্যারিসের ইন্টারন‍্যাশানাল কলোনিয়াল এগজিবিশনে অংশগ্রহণ করেছিলেন তিনি। সেখানেই শঙ্কর পরিবারের সাথে হয় তাঁর। এরপর উদয় শঙ্করের কাছে নাচের তালিম নেওয়া শুরু করেন তিনি। ১৯৪২ সালে উদয় শঙ্করের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। উদয় শঙ্কর পরিচালিত ছবি 'কল্পনা'-তে উমার চরিত্রে অভিনয় করছিলেন অমলা শঙ্কর। ২০১১ সালে ৯২ বছর বয়সে শেষবার মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। ওই বছরই পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক জগতে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in