প্রয়াত বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান

সরোজ খান
সরোজ খানফাইল ছবি সংগৃহীত

প্রয়াত হলেন বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান। মুম্বাইয়ের বান্দ্রার এক বেসরকারি হাসপাতালে গতকাল গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১। তাঁর ভাইপো সংবাদমাধ্যমের সামনে এই খবরটি নিশ্চিত করেছেন। বর্তমানে স্বামী, ছেলে ও দুই মেয়ে রয়েছে কোরিওগ্রাফারের।

গত ২০জুন শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বান্দ্রার এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল সরোজ খানকে। সেখান তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও গতকাল রাত ১টা ৫২ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে আজই মুম্বাইয়ের মালাডে শেষকৃত্য সম্পন্ন হবে তিনবার জাতীয় পুরস্কার বিজয়ী এই শিল্পীর।

১৯৪৮ সালের ২২ নভেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সরোজ খান। তাঁর প্রকৃত নাম নির্মলা নাগপাল। চার দশকেরও বেশি সময় ধরে প্রায় দুই শতাধিক ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন তিনি। 'দেবদাস'-এর 'দোলা রে দোলা', 'মিস্টার ইন্ডিয়া'র 'কাটে নেহি কাটতে', 'জব ওই মেট'এর 'ইয়ে ইশক হ‍্যায়', 'তেজাব'এর 'এক দো তিন'-এর মতো অসংখ্য হিট গানে কোরিওগ্রাফি করেছেন তিনি। বহু রিয়ালিটি শো-এর বিচারকও ছিলেন তিনি। করণ জোহর প্রযোজিত 'কলঙ্ক' সিনেমায় শেষ কাজ করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in