Copa America: সুযোগ নষ্টের খেসারৎ - কলম্বিয়ার কাছে হার ইকুয়েডরের

আক্রমণ আর প্রতি আক্রমণের আকর্ষণীয় ম্যাচে তিন পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু কলম্বিয়ার। ১-০ গোলে ইকুয়েডরকে হারালো ওসপিনারা। কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন এডুইন কারডোনা।
ইকুয়েডর বনাম কলম্বিয়া
ইকুয়েডর বনাম কলম্বিয়াছবি কোপা আমেরিকা ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

সুযোগ নষ্টের খেসারত দিতে হলো ইকুয়েডরকে। আক্রমণ আর প্রতি আক্রমণের আকর্ষণীয় ম্যাচে তিন পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু কলম্বিয়ার। ১-০ গোলে ইকুয়েডরকে হারালো ওসপিনারা। কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন এডুইন কারডোনা।

করোনা মহামারীতে জর্জরিত ব্রাজিল। তার মধ্যেই সবচেয়ে প্রাচীন মহাদেশীয় ফুটবলের ঢাকে কাঠি পড়েছে এখানে। বোধনে ভেনিজুয়েলার বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করেছে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে জয় এলো রেইনাল্ডো রুয়েডা রিভেরাদের।

প্রথমার্ধের ৪২ মিনিটে বোর্জার বাড়ানো বল নিখুঁত ভাবে ইকুয়েডরের জালে জড়িয়ে দেন অ্যাটাকিং মিডফিল্ডার এডউইন কারডোনা। প্রথমার্ধ লী রেখে শেষ করার পর রক্ষণভাগে প্লেয়ার নামিয়ে পুরো ম্যাচে ইকুয়েডরকে সামলে নেয় ডেভিড ওসপিনারা।

রিভেরা এবং গুস্তাফো আলফারো দুজনেই ৪-৪-২ ফর্মেশনে দল নামায়। ব্রাজিলের এরেনা পান্তানালে প্রথম থেকেই দুই দল আক্রমণ-প্রতি আক্রমণ শুরু করে। তবে কলম্বিয়ার থেকে বেশি আক্রমণ করে ইকুয়েডরই। তবে একাধিক সুযোগ নষ্টের ফলে গোল আসেনি এনার ভ্যালেন্সিয়াদের। বেশ কয়েকটি দুরন্ত সেভ করে কলম্বিয়াকে রক্ষা করেন স্বয়ং অধিনায়ক ডেভিড ওসপিনা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in