Copa America: ব্রাজিল ভেনেজুয়েলা উদ্বোধনী ম্যাচ ১৪ জুন - দেখে নিন সম্পূর্ণ ক্রীড়াসূচী

এবার আর্জেন্টিনা ও কলম্বিয়াতে টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও করোনা পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে আয়োজক দেশ থেকে বাদ দেওয়া হয়। শেষ মুহূর্তে বাছা হয় ব্রাজিলকে।
ব্রাজিল দল
ব্রাজিল দলফাইল ছবি, ব্রাজিল ফুটবল ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো কোপা আমেরিকার ক্রীড়াসূচী। আগামী ১৪ ই জুন স্বাগতিক ব্রাজিল এবং ভেনিজুয়েলার ম্যাচের মধ্যে দিয়েই বোধন ঘটবে 'কোপা আমেরিকা ২০২১'-এর। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আর্জেন্টিনার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও, আয়োজক দেশ পরিবর্তন হওয়ায় আর্জেন্টিনার ম্যাচ রয়েছে ১৫ ই জুন। যেখানে মেসিদের প্রতিপক্ষ চিলি। মারকানা স্টেডিয়ামে মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ ই জুলাই।

গতবারও কোপা আমেরিকা আয়োজন করেছিলো ব্রাজিল। সেবার তারাই চ্যাম্পিয়ন হয়। এবার আর্জেন্টিনা ও কলম্বিয়াতে টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও করোনা পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে আয়োজক দেশ থেকে বাদ দেওয়া হয়। শেষ মুহূর্তে বেছে নেওয়া হয় ব্রাজিলকে। ব্রাজিলে করোনা পরিস্থিতি খুব একটা ভালো না হলেও প্রেসিডেন্ট জাইরে বলসোনারো এবং দেশের স্বাস্থ্যমন্ত্রী টুর্নামেন্ট আয়োজনের জন্য সম্মতি প্রকাশ করেছেন।

ব্রাজিলে কোপা আমেরিকার আসর বসছে দশটি দেশ নিয়ে।

গ্রুপ 'এ' তে রয়েছে আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে।

গ্রুপ 'বি' তে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর,পেরু, ভেনিজুয়েলা।

খেলার সময়সূচী:

১৪ ই জুন: ব্রাজিল বনাম ভেনিজুয়েলা (রাত ২ টা ৩০ মিনিট)

১৪ ই জুন: কলম্বিয়া বনাম ইকুয়েডর (ভোর ৫ টা ৩০ মিনিট)

১৫ ই জুন: আর্জেন্টিনা বনাম চিলি (রাত ২ টা ৩০ মিনিট)

১৫ ই জুন: প্যারাগুয়ে বনাম বলিভিয়া (ভোর ৫ টা ৩০ মিনিট)

১৮ ই জুন : কলম্বিয়া বনাম ভেনিজুয়েলা (রাত ২ টা ৩০ মিনিট)

১৮ ই জুন : পেরু বনাম ব্রাজিল (ভোর ৫ টা ৩০ মিনিট)

১৯ শে জুন : চিলি বনাম বলিভিয়া (রাত ২ টা ৩০ মিনিট)

১৯ শে জুন: আর্জেন্টিনা বনাম উরুগুয়ে (ভোর ৫ টা ৩০ মিনিট)

২১ শে জুন: ভেনিজুয়েলা বনাম ইকুয়েডর (রাত ২ টা ৩০ মিনিট)

২১ শে জুন: কলম্বিয়া বনাম পেরু (ভোর ৫ টা ৩০ মিনিট)

২২ শে জুন: উরুগুয়ে বনাম চিলি (রাত ২ টা ৩০ মিনিট)

২২ শে জুন: আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে (ভোর ৫ টা ৩০ মিনিট)

২৪ শে জুন : ইকুয়েডর বনাম পেরু (রাত ২ টা ৩০ মিনিট)

২৪ শে জুন : কলম্বিয়া বনাম ব্রাজিল (ভোর ৫ টা ৩০ মিনিট)

২৫ শে জুন: বলিভিয়া বনাম উরুগুয়ে (রাত ২ টা ৩০ মিনিট)

২৫ শে জুন: চিলি বনাম প্যারাগুয়ে (ভোর ৫ টা ৩০ মিনিট)

২৮ শে জুন: ব্রাজিল বনাম ইকুয়েডর (রাত ২ টা ৩০ মিনিট)

২৮ শে জুন: ভেনিজুয়েলা বনাম পেরু (ভোর ৫ টা ৩০ মিনিট)

২৯ শে জুন: উরুগুয়ে বনাম প্যারাগুয়ে (রাত ২ টা ৩০ মিনিট)

২৯ শে জুন: বলিভিয়া বনাম আর্জেন্টিনা (ভোর ৫ টা ৩০ মিনিট)

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in