Copa America: পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো ব্রাজিল

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল। আবারও গোল পেলেন নেইমার। এছাড়া একটি করে গোল করেন আলেক্স সান্দ্রো, এভারটন রিবেইরো এবং রিচার্লিসন।
ব্রাজিল বনাম পেরু
ব্রাজিল বনাম পেরুছবি কোপা আমেরিকা ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ব্রাজিলের বিজয়রথ অব্যাহত। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল। আবারও গোল পেলেন নেইমার। এছাড়া একটি করে গোল করেন আলেক্স সান্দ্রো, এভারটন রিবেইরো এবং রিচার্লিসন। কোপা আমেরিকার অন্য এক ম্যাচে ভেনিজুয়েলা এবং কলম্বিয়ার ম্যাচ শেষ হয়েছে গোল শূন্য ড্র এর মাধ্যমে।

স্বাগতিক ব্রাজিল ম্যাচের ১২ মিনিটেই গোলের খাতা খোলে। গ্যাব্রিয়েল জেসুসের বাড়ানো পাস থেকে সেলেকাওদের হয়ে কেরিয়ারের দ্বিতীয় গোলটি করে দেন আলেক্স সান্দ্রো। প্রথমার্ধে ব্রাজিল ১-০ গোলেই এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ফ্রেন্ডের বাড়ানো বল ডি বক্সের বাইরে পেয়ে যায় নেইমার। সেখান থেকে নিখুঁত এক শটে পেরুর জালে বল জড়াতে কোনোরকম অসুবিধা হয়নি পিএসজি সেনসেশনের। নির্ধারিত সময়ের ৮৯ মিনিটে রিচার্লিসনের পাস থেকে সেলেসাওদের স্কোর লাইনে তৃতীয় গোলটি যোগ করেন এভারটন রিবেইরো। এরপর অতিরিক্ত ৬ মিনিট ইনজুরি টাইমের মধ্যে পেরুর কফিনে শেষ পেরকটি পুঁতে দেন রিচার্লিসন। ৪-০ ব্যবধানে বড় জয় পায় তিতে বাহিনী।

কোপা আমেরিকার অন্য এক ম্যাচে কলম্বিয়া এবং ভেনিজুয়েলা পয়েন্ট ভাগাভাগি করে নেয়। দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে গ্রুপ বি-এর পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ভেনিজুয়েলা। ইকুয়েডর এবং পেরু এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in