Copa America 2021: ব্রাজিলে বিরোধিতা সত্ত্বেও টুর্নামেন্ট আয়োজনে অনড় প্রেসিডেন্ট বোলসোনারো

ব্রাজিলে, আর্জেন্টিনার থেকে সংক্রমণ কম হলেও মৃত্যু মিছিল জারি রয়েছে। দেশটির সোশ্যালিস্ট পার্টি ইতিমধ্যেই আদালতে এই টুর্নামেন্ট বন্ধের জন্য আবেদন করেছে।
Copa America 2021: ব্রাজিলে বিরোধিতা সত্ত্বেও টুর্নামেন্ট আয়োজনে অনড় প্রেসিডেন্ট বোলসোনারো
ছবি সৌজন্য রিও টাইমস

মাত্র ১৩ দিনের নোটিশে আর্জেন্টিনার পরিবর্তে কোপা আমেরিকার আয়োজক দেশ হিসেবে বেছে নেওয়া হয় ব্রাজিলকে। এরপরেই টুর্নামেন্ট নিয়ে সমালোচনার সৃষ্টি হয় ব্রাজিলে। আর্জেন্টিনা টুর্নামেন্ট আয়োজন করতে চাইলেও করোনা মহামারীর কারণে আয়োজক দেশ হিসেবে বেছে নেওয়া হয় ব্রাজিলকে।

এদিকে ব্রাজিলে, আর্জেন্টিনার থেকে সংক্রমণ কম হলেও মৃত্যু মিছিল জারি রয়েছে। দেশটির সোশ্যালিস্ট পার্টি ইতিমধ্যেই আদালতে এই টুর্নামেন্ট বন্ধের জন্য আবেদন করেছে। তবে ব্রাজিল প্রেসিডেন্ট জাইরে বলসোনারো টুর্নামেন্টের আয়োজন নিয়ে কোনো দ্বিধা নেই বলে জানিয়ে দিয়েছেন।

বলসোনারো বলেছেন যে, তিনি তাঁর মন্ত্রীসভার সাথে কথা বলেছেন। সকলেই কোপা আমেরিকা আয়োজনের পক্ষে রয়েছেন। ব্রাসিলিয়ার সমর্থকদের সাথে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট বলেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগাকে জিজ্ঞাসা করেছেন এবং তিনিও অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে একমত।

১৩ ই জুন থেকে ১০ ই জুলাই পর্যন্ত সবচেয়ে বড় মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টটির ৪৭ তম সংস্করণের আসর চলবে। লাতিন আমেরিকার দশ দেশ, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, ইকুয়েডর এবং ভেনিজুয়েলা অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। ব্রাজিলে অনুষ্ঠিত হবে জানানো হলেও এখনও পর্যন্ত নির্দিষ্ট ভ্যেনু সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি কনমেবল।

প্রথমে আয়োজক দেশ হিসেবে বেছে নেওয়া হয় আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে। এরপরেই রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে সহ আয়োজক দেশ থেকে বাদ দেওয়া হয়। করোনা মহামারীর কারণে আর্জেন্টিনাতেও টুর্নামেন্ট শুরু করা কঠিন হয়ে দাঁড়াও। অবশেষে স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলকে বেছে নেয় দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in